মালদার হরিশচন্দ্রপুর থানা এলাকায় বজ্রাঘাতে মৃত‍্যু তিনজনের , শোকস্তব্ধ এলাকা

4th June 2020 মালদা
মালদার হরিশচন্দ্রপুর থানা এলাকায় বজ্রাঘাতে মৃত‍্যু তিনজনের , শোকস্তব্ধ এলাকা


দেবাশীষ পাল ( মালদা ) : হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় বজ্রপাতে মৃত্যু হলো তিনজনের। গুরুতর আহত একজন। এদিন দুপুর তিনটে নাগাদ প্রবল মেঘ বিদ্যুৎ চমকাতে থাকে। হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। হঠাৎ বজ্রপাতে জেরেই হরিশ্চন্দ্রপুর  বিভিন্ন এলাকায় বাজ পরে হারান তিনজন। এদের মধ্যে হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক এলাকার বারদুয়ারী দক্ষিন রামনগর গ্রামের মিঠু কর্মকার( বয়স ৩৩)। মাঠে কাজ করছিলেন সে সময়। বাজ পড়ে প্রাণ হারান। অন্যদিকে পাশেই বাইশা গ্রামের পিনু ওঁরাও (বয়স ৫৩)। তিনি ঝড়ের সময় পার্শ্ববর্তী আমবাগানে ছিলেন। তিনিও বাজের আঘাতে প্রাণ হারান। অন্যদিকে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার নারায়ণপুর গ্রামে সুলতান আহমেদ (২৩) নামক এক ব্যক্তি ও এদিন বজ্রপাতে নিহত হন । তিনি সে সময় মাঠে কাজ করছিলেন।  এদিকে বজ্রপাতের ফলে রামনগর এলাকার কৃষ্ণ সাহা (২২) নামক এক ব্যাক্তি গুরুতর আহত হন। তাকে প্রথমে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি ঘটায় তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় একসঙ্গে তিন জনের বাজ পড়ে মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছরিয়েছে ।হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান এদিন দুপুরে প্রবল ঝড় বৃষ্টিতে হরিশ্চন্দ্রপুরথানা এলাকার তিনজন বাজ পড়ে নিহত হয়েছেন। একজন গুরুতর অবস্থায় চাঁঁচলে স্থানান্তরিত করা হয়েছে।





Others News